ঢাকা: মহানগরীর যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার সুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ও বনানী এলাকায় রাস্তার ফুটপাথ থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। এতদিন ধরে এসব ফুটপাথ হকার ব্যবসায়ীদের দখলে ছিল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনানী এলাকার ১৭ নম্বর রোডে বনানী মসজিদ থেকে স্টার কাবাব পর্যন্ত ও বনানী ৮ নম্বর রোড এলাকায় এবং গুলশান এলাকার পিংক সিটির পাশে গুলশান ১০৩ নম্বর রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এজেডএস/এমজে