ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
জয়পুরহাটে জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের ২ সদস্য আটক

জয়পুরহাট: জয়পুরহাটে জালনোট ছাপানোর সরঞ্জামাদি, জাল টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।  

মঙ্গলবার (১ অক্টোবর) জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন- একই জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক (২০) ও তার সহযোগী নওগাঁর ধামইর হাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)। আরাফাত হলেন জাল টাকা তৈরির চক্রের মূলহোতা।

র‍্যাব জানায়, আরাফাত ও আহসান দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বিপণন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাল নোট তৈরি করছিলেন। তারা আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে জাল নোট ঢুকিয়ে চালিয়ে দিতেন। এছাড়া বিভিন্ন বিপণী বিতানে এসব জাল টাকা বিপণন করতেন। আটক ওই দুই আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।