ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
৩ যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে দস্যুতা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মোতি (৬০) নামে এক পলাতক আসামিকে দীর্ঘ ৩৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া।

 

এদিন ভোর ৫টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দেবীরপাট নামে বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আব্দুল ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ তিনজন দুর্বৃত্ত আসামির বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধে থানায় নিয়মিত মামলা রুজু হয়। এরপর থেকে গ্রেপ্তার আব্দুল দীর্ঘ ৩৬ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেবীরপাট এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। দুপুরের দিকে আসামিকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।