ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাগ্নে-ভাগ্নিকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মামার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ভাগ্নে-ভাগ্নিকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মামার

সিরাজগঞ্জ: ভাগ্নে-ভাগ্নিকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ভাগ্নে-ভাগ্নি দুজনেই।

 

বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইসমাইল সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। আহতরা হলো- ইসমাইল হোসেনের ভাগ্নি সুরাইয়া (১৬) ও ভাগ্নে আব্দুল হাকিম (১৪)।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে মোটরসাইকেলে করে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন ইসমাইল। যাওয়ার পথে সয়দাবাদ মোড়ে এসে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর কে ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেন। গুরুতর আহত হয়েছে সুরাইয়া ও আব্দুল হাকিম। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।