ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
সুবর্ণচরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর সন্ধ্যা রাণী দাস

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিষধর সাপের ছোবলে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রাণী একই উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী।  

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রাণী। পথে ধান ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় তার বাম পায়ে বিষধর সাপ ছোবল দেয়। এ সময় সন্ধ্যা রাণী দৌড়ে ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।