ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক

জামালপুর: গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামি ফিরে এলেও ৫০০ জনের মতো আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় কারা মহাপরিদর্শক জানান, সারাদেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় অংশ নেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।