ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক সাবেক হুইপ সামশুল হক চৌধুরী

ঢাকা: পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১০ জন সংসদ সদস্যদের (এমপি) অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ অক্টোবর) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ১০ জন সাবেক এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, আফতাব উদ্দিন সরকার, ওমর ফারুক চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী, দীপংকর তালুকদার, ইফতেখার উদ্দিন তালুকদার, ফাহমী গোলন্দাজ বাবেল, হোসনে আরা ও এম এ জাহের।

জানা গেছে, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৪০- ৫০ শতাংশ বেশি দরে প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, তার এলাকার পল্লী বিদুৎ সমিতির বিলের ওপর অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে।

এসব অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত দুদকের মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

একই ধরনের অভিযোগে উল্লিখিত সাবেক এমপিদেরও অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।