ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় ডোমারে গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
নাশকতা মামলায় ডোমারে গ্রেপ্তার ৪

নীলফামারী: নীলফামারী সদর থানায় নাশকতা মামলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।  

বুধবার (২অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার নিধিকৃষ্ণ বর্মনের ছেলে নিরঞ্জন রায় (৩৭), একই ইউনিয়নের শেওঢগাড়ী চকিদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান বাদল (৪২), সদর ইউনিয়নের বক্করের মোড় নূর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৪) ও একই এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪৫)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সদর থানার একটি নাশকতা মামলায় সকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।