ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বংশালে বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
বংশালে বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল আলুবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামে এক কিশোর মারা গেছে। সে আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে  ৮টার দিকে বংশাল আলুবাজার এলাকায় এ  ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।  

পথচারী মো. কাউছার জানান, বৃষ্টির সময় তারা কয়েকজন আলুবাজার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখতে তারা দেখতে পায় ওই কিশোর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত দিয়ে পানিতে পড়ে আছে। তখন একটি মই দিয়ে ওই কিশোরকে টেনে নিয়ে আসি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইব্রাহিমের মামা মনির হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলায়। আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো ইব্রাহিম। সেখানেই থাকতো সে। তবে সে ঘটনার সময় কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বংশাল এলাকা থেকে এক কিশোরকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে এলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।