ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোরি’র সেই চিকিৎসক ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
বোরি’র সেই চিকিৎসক ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তাকে অব্যাহতি

কক্সবাজার: কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) আবেদন না করে চাকরি পাওয়া সেই চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) ডা. ফাতেমা রহমান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা (শিক্ষানবিশ) সীমা রানীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর)  বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ স্বাক্ষরিত এক আদেশে এ দুই কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) ডা. ফাতেমা রহমান ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন। পরে শিক্ষানবিশ হিসেবে চাকরির মেয়াদকালে তার আচরণ ও কর্ম সন্তোষজনক হয়নি। এ বিষয়ে তাকে বিভিন্ন সময়ে সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তার কার্যক্রমের রেকর্ড অনুযায়ী কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই।   

এ ছাড়া সম্প্রতি বুরির নিরীক্ষা দল মেডিকেল অফিসারের নথিতে আবেদন না করা সত্ত্বেও তাকে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরি প্রবিধানমালা ও নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ফাতেমা রহমানের চাকরি অবসান করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।  

একইভাবে  বুরির মহাপরিচালকের স্বাক্ষরে অপর এক প্রজ্ঞাপনে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা(শিক্ষানবিশ) সীমা রানীর চাকরি অবসান করা হয়।  

এ প্রজ্ঞাপনে বলা হয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা তার নেই। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদে ডক্টরেট ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। তিনি চাকরির আবেদনে ডক্টরেট ডিগ্রিতে অধ্যয়ন আছেন উল্লেখ করলেও অদ্যাবধি সনদ জমা দেননি।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী তার কোনো স্নাতক (সম্মান) ডিগ্রি নেই। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স সম্পন্ন করেছেন। সেই প্রেক্ষিতে নিয়োগের বাছাই কমিটি তার আবেদন বাতিল করে। তারপরও অনিয়মের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।