ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
দিনাজপুরে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ পৌর এলাকার বাশহাটিতে পাবলিক টয়লেটের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ সেনাবাহিনীর যৌথ টিম বোচাগঞ্জ পৌরসভার অন্তর্গত বাশহাটি এলাকায় তল্লাশি চালায়। এ সময় একটি পাবলিক টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার করা হয়। পরে সেটি জব্দ করে পুলিশ।  

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ