ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরেবাংলা নগর ওয়ার্ড আ.লীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
শেরেবাংলা নগর ওয়ার্ড আ.লীগ সভাপতি গ্রেপ্তার গ্রেপ্তার কামাল মৃধা

ঢাকা: ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. কামাল মৃধাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-২ এর সহকারী সিনিয়র অফিসার এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত শেরেবাংলা নগর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. কামাল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।