সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার (৫ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কলারোয়ার তলুইগাছা বিওপির টহল কমান্ডার হাবিলদার মেজবা উদ্দিনের নেতৃত্বে একটি দল বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থানে অভিযানে যান। এসময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
আরএ