ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানে নিহতদের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
অভ্যুত্থানে নিহতদের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ

ঢাকা: বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনে সবাইকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় ৭২৬ জনের নাম দেওয়া হয়েছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা: https://medical-info.dghs.gov.bd/ 

তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সে তথ্য সংশোধনের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১. তালিকা থেকে নিহত ব্যক্তির নাম খুঁজে পেতে Advanced Search অপশন ব্যবহার করুন।

২. নিহতদের তালিকা নামের ক্রমানুসারে সাজানো আছে।

৩. আপনার এনআইডি/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে নির্ধারিত নিহত ব্যক্তির ডান পাশে থাকা Signup এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আপনার সঙ্গে সম্পর্কিত নয় এমন ব্যাক্তির জন্য Signup করবেন না।

৪. রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করুন।

৫. প্রিন্ট করা কাগজে যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করুন।

৬. তারপর আপনি যে প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানের আউটডোরে যোগাযোগ করুন (সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনাকে তথ্য সংশোধন করতে সহায়তা করবে)।

৭. তারা আপনার পূরণকৃত কাগজটা জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবে।

৮. আপনার তথ্য সংশোধন হলো কিনা তা আপনি ওয়েবসাইটে প্রবেশ করে যাচাই করতে পারবেন।

৯. যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো। নিহত ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া কী হবে, তিনি তা জানিয়ে দেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।