ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন, প্রশ্ন উপদেষ্টা শারমিনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন, প্রশ্ন উপদেষ্টা শারমিনের

ঢাকা: সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন তো প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, এ আলোচনাটা এখনো আমাদের ক্যাবিনেটে হয়নি। এটা নিয়ে চেইন অব মিটিং চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ ভাবনাটা এখনো আলোচনার মধ্যে আছে।

আপনাদের এখন অগ্রাধিকার কী সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, আরে নির্বাচনের দিকে যাবে কীভাবে সংস্কার ছাড়া, একি অদ্ভুত প্রশ্ন! সংস্কার হবে না, নির্বাচন হবে? সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন তো?

আপনাদের লক্ষ্য কী এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনো পুনর্গঠনই হয়নি- এমন প্রশ্নের জবাবে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, এখনো অনেক কিছুই গঠন হয়নি। কারণ মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন। এ প্রশ্নের জবাবগুলো আপনারা পাবেন। নির্বাচন তো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।