ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ডোবায় মিলল এক ব্যক্তির মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
লক্ষ্মীপুরে ডোবায় মিলল এক ব্যক্তির মরদেহ  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা পর তার মরদেহটি ডোবায় কচুরিপানার মধ্যে ফেলে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।  

স্থানীয়রা জানান, বিকেলে নাছির উদ্দিন নামে লাহারকান্দি গ্রাম এক বাসিন্দা ডোবায় জাল দিয়ে মাছ শিকারে যান। সে সময় তার নাকে পচা দুর্গন্ধ এলে তিনি কচুরিপানার নিচে থাকা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।  

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বাংলানিউজকে জানান, মরদেহটি দু-তিনদিন আগের হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম এসেছে। নিহত ব্যক্তির হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।