ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের কালিরবাজারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, অক্টোবর ৭, ২০২৪
নারায়ণগঞ্জের কালিরবাজারে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টির কয়েকটি দোকানে আগুন লেগেছে।  

রোববার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিরবাজারে একটি মসলার দোকানে আগুন লাগার পর পাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমআরপি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।