ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার আনোয়ার হোসেন সরকার

নীলফামারী: বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে আটক করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি দলিল লেখক হিসেবে কাজ করতেন।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া এ মামলায় এ পর্যন্ত ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।