ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সব পক্ষের পরামর্শ নিয়ে হবে গণমাধ্যম সংস্কার কমিশন: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
সব পক্ষের পরামর্শ নিয়ে হবে গণমাধ্যম সংস্কার কমিশন: তথ্য উপদেষ্টা

ঢাকা: তথ্য ও সম্প্রচার; ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে বসে পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন করতে চাই।      

সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদ মাধ্যমের সংস্কার: কেন? কীভাবে?’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনায় নাহিদকে সংস্কার সংশ্লিষ্ট প্রশ্নে করে সাংবাদিকরা। তিনি বলেন, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বসছি। সম্পাদকদের সঙ্গেও বসা হয়েছে। আজকের আলোচনাও সেটার একটা অংশ। বিভিন্ন পক্ষের সঙ্গে বসা এখনও শেষ হয়নি। সব পক্ষের সঙ্গে বসে পরামর্শ নিয়ে আমরা সংস্কার কমিশন করতে চাই।  

মুক্ত আলোচনায় উপদেষ্টা বলেন, এটা খুবই যুক্তিযুক্ত যে সাংবাদিকতা যদি পেশা হয় তাহলে আসলে কতটুকু পেশাদারিত্বের সঙ্গে আমাদের দেশের সাংবাদিকরা কাজ করতে পারছে। সেই কাজ করতে যদি না পারে তাহলে তার পেছনে কারণগুলো কী এবং তার সমাধানগুলো কী। এখানে সেই কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, আমরা জানি, রাষ্ট্রের পক্ষ থেকে অনেক আইন-কানুন, বাধা-নিষেধ থাকে। সাংবাদিকতাকে এক ধরণের বেড়াজালে আবদ্ধ করে রাখার চেষ্টা থাকে। দ্বিতীয়ত সাংবাদিকদের অর্থনৈতিক জায়গাটা তুলে ধরা হয়েছে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতা বা গণমাধ্যমে নানাভাবে বাধা দেওয়া হয়। সাংবাদিকতাকে যদি পেশাদারিত্বের কথা বলি সেই ধরণের পেশাদারিত্ব কালচার আমাদের দেশে অনুপস্থিত এবং মিডিয়া লিটারেসি আমাদের মধ্যে গড়ে উঠেনি।

তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, আমার অল্প সময়ের অভিজ্ঞতায় যেটুকু বুঝি, খুব জটিল একটি বিষয় গণমাধ্যমকে নিয়ে কাজ করাটা। এখানে নানামুখী স্টেক হোল্ডার ও পরস্পর বিরোধী পক্ষ রয়েছে। যাদের নিয়ে একইসঙ্গে মিলে আমরা যদি কাজ করতে চাই তাহলে কাজ করতে হবে এবং ঐক্যমত্যে আসতে হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যখন ওয়েজ বোর্ডের কথা আসে তখন সম্পাদক-মালিকরা কিন্তু এটি নিয়ে এক ধরনের বিরোধিতা করে। বিভিন্ন সময়ে শোনা যায় যে হাউজগুলোয় ঠিক মতো বেতন পরিশোধ করা হচ্ছে না। সে জায়গা থেকে যারা মাঠ পর্যায়ের সাংবাদিক আছে এই ধরনের ঘটনা আসলে খুবই কমন। সেক্ষেত্রে বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত। সাংবাদিকতা যদি পেশা হয় তাহলে পেশাদারিত্ব রক্ষা করতে হলে সেই মর্যাদাটা দিতে হবে। এখানে দাসসুলভ আচরণ করার কোনো সুযোগ নেই।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা আরও বলেন, আমাদের সাংবাদিক সংগঠনগুলোকে সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। রাষ্ট্রীয় যে গণমাধ্যমগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। আমরা মনে করি সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সে পেশাদারিত্বের জন্য বহুমুখী স্টেক হোল্ডারকে নিয়ে একটা ঐক্যমত্যে যেতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি আমাদের যে আন্দোলন বা অভ্যুত্থান- সেখানে সাংবাদিকরা কীভাবে কাজ করেছেন, সাংবাদিকতার কী ভূমিকা ছিল। সেটা গণমাধ্যম স্টেক হোল্ডারদের একেকজনের একেক অভিজ্ঞতা। যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, যারা সম্পাদক হিসেবে বা হাউজে কাজ করেছেন, মালিকদের এক ধরণের ভূমিকা ছিল। সে জায়গাটায় এই আন্দোলন একটা বড় কেস স্টাডি। এই আন্দোলনে সাংবাদিক বা গণমাধ্যমের ভূমিকা কী ছিল এটা নিয়েও আমাদের খুবই নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত। আলোচনা-সমালোচনা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে করা উচিত।

তিনি আরও বলেন, আমরা যখন আন্দোলন করেছি বা বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ে যে সাংবাদিকরা কভার করতেন, ওই নিউজটা প্রকাশ হতো না। একটা কথা শুনতে হতো যে হাউজ পলিসি আছে, হাউজ ঠিক করে দেয়। হাউজের ওপরেও আবার হাউজ আছে। আসলে দায়িত্ব নেওয়ার সময় কেউ দায়িত্ব নেয় না। আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ায় শাট ডাউন হওয়ায় আন্দোলনের পক্ষে কোনো তথ্য প্রচার করা হয়নি। কী তথ্য প্রচার করা হয়েছে সেটা দেশের মানুষ দেখেছে। এই ঘটনার আসলে জবাবদিহিতা করবে কে, দায়িত্ব নেবে কে? দায়িত্বশীল কাউকে জিজ্ঞাস করা হলে বলা হবে যে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হয়েছে। কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। সরকারের জায়গা থেকে আমরা সেই নীতিগত সংস্কারের কথা বলছি। একইসঙ্গে সাংবাদিকদের ভিতর থেকে সেই রেজিট্যান্স প্রয়োজন। আমরা নব্বইয়ের অভ্যুত্থানে রেজিটেন্স দেখেছিলাম। কিন্তু এই অভ্যুত্থানে সেই রেজিট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি।

নাহিদ বলেন, আমরা সামনের দিনে সাংবাদিকতাকে একটা পেশাদারিত্বে জায়গায় নিতে পারি- যাতে আমাদের তরুণরা-মেধাবীরা আগ্রহী হয়। কারণ, তরুণদের কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন দিন কমছে। পেশার প্রতি একটা হতাশা কাজ করছে। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

আলোচনা অনুষ্ঠানে ‘সংবাদমাধ্যমের সংস্কার কেন, কীভাবে?’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক প্ল্যাটফর্ম মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির।

মাসিক আইন ও বিচার এবং মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আয়োজনে অ্যাডভোকেট শফিকুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আর রাজী, সাংবাদিক আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।