ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নিখোঁজ দিনমজুরের মরদেহ মিলল চেয়ারম্যানের মাছের ঘেরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
বাগেরহাটে নিখোঁজ দিনমজুরের মরদেহ মিলল চেয়ারম্যানের মাছের ঘেরে

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় নয়দিন ধরে নিখোঁজ মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।  

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, সিদ্দিক ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ৫ অক্টোবর সিদ্দিকের ভাতিজা মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে মাঠে নামে পুলিশ। অবশেষে বুধবার সকালে মাছের ঘেরে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।