ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজারে পাখি মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে ৪৬ কেজি ওজনের একটি পাখি মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। পাথরঘাটার জেলে সোহেল রানা মাছটিকে বিক্রির জন্য আড়তে নিয়ে আসেন।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর সমুদ্রে ধরা পড়ে মাছটি। পরে বুধবার (০৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।  

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা নেই। নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজিদরে মাছটি ৯ হাজার ২শ টাকায় কিনে নেন।

জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলি বেশ শক্তিশালী। আগে সাগরে আরও বেশি ধরা পড়ত এই মাছ।  

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।