ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় উপদেষ্টা পরিষদ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় উপদেষ্টা পরিষদ গঠন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে আহ্বায়ক করে কমিটিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন।

কমিটি ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ করবে।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করবে, কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যসেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।