ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনায় পিস্তল-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
দর্শনায় পিস্তল-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ শাহারুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।  

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া থেকে তাকে আটক করা হয়।

শাহারুল ইসলাম একই এলাকার পেয়ার আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল মোবারক পাড়ায় অভিযান চালায়। অভিযানে শাহারুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করা হয়। একই সঙ্গে তার বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।