ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে আগুনে পুড়ল দোকান-অটোরিকশা, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
কাপ্তাইয়ে আগুনে পুড়ল দোকান-অটোরিকশা, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে ৮টি দোকান এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বরইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বরইছড়িতে অবস্থিত খাবারের দোকান লুমিনাস জোনে আগুন লাগে। এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে পাশে থাকা অটোরিকশা এবং অন্যান্য দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনসহ স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। পরে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।