ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গুজবের বিষয়ে সজাগ থাকতে হবে: ব্রি. জেনারেল খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
গুজবের বিষয়ে সজাগ থাকতে হবে: ব্রি. জেনারেল খোকন

গোপালগঞ্জ: কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জ জেলা সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মাজহার আল কবির খোকন বলেন, কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সামাজিক  যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষে সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কর্ণপাত করা থেকে সাবধান থাকতে হবে। গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সবাই চলমান দুর্গাপূজার অনুষ্ঠান নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে উদযাপন করবে।

এর আগে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি সার্বজনীন মন্দির, গোপালগঞ্জ সদর উপজেলার শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম, কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দির ও শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম পরিদর্শন করেন তিনি।  

পরিদর্শনকালে ১০ ইবি-এর অধিনায়ক ও গোপালগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম, মেজর মো. আকিকুর রহমান রুশাদ, কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক শহীদুল হক, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান,  মন্দির কমিটির নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।