ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীকে বাগেরহাটে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীকে বাগেরহাটে সংবর্ধনা

বাগেরহাট: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী বাগেরহাটের নাগের বাজার এলাকার বাসিন্দা অনিক সাহাকে ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এ সময় বাগেরহাট জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, ছাত্রদল নেতা মেহেদি হাসান মুন্না, আব্দুল কাদের শেখ সাগরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলী সাদ্দাম আহমেদ দীপ জানান, জবিতে মিছিলের সময় পুলিশের গুলিতে অনিক সাহা গুরুতর আহত হন। বৈষম্যবিরোধী আন্দোলনে অনিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।

অনিক সাহা বলেন, প্রথম থেকে আমরা সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। গুলিবিদ্ধ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। এখন দেশ স্বাধীন হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার কষ্ট আমি ভুলে গিয়েছি।

অনিক সাহা জবির মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে মিছিলের সময় গুলিবিদ্ধ হন তিনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।