ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনার মামলায় জেলা আ.লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আনছারীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

 এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের উত্তর ছায়া বীথি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার শাহজাহান আনছারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে শটগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করা হয়। তাদের ছোড়া গুলি লাল মিয়ার বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে গত ৩১ আগস্ট লাল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, শাহজাহান আনছারী এ মামলার ৮ নম্বর আসামি ছিলেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।