ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরের মহাসড়কে তীব্র যানজট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
উত্তরের মহাসড়কে তীব্র যানজট 

সিরাজগঞ্জ: ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোলচত্বর ঘিরে চারটি রুটে প্রায় ছয় কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত দুই কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া রুটের প্রায় দু্‌ই কিলোমিটার, পাবনা রুটের এক কিলোমিটার ও রাজশাহী রুটের এক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।  

ঢাকা থেকে পাবনাগামী হানিফ পরিবহনের যাত্রী সোলাইমান ও আবির, আহাদ পরিবহনের চালক সোহেল, ট্রাকচালক বিল্লাল এবং হেলপার রহমতসহ অনেকেই জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর থেকে স্বাভাবিক ছিল। পাঁচলিয়া এলাকা থেকে শুরু হয়েছে যানজট। প্রায় এক ঘণ্টা ধরে একই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।