ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল

বরিশাল: বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বেচার দায়ে মো. মানিক বেপারী (৪০) নামে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।

দণ্ডিত মাছ বিক্রেতা মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।  

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২২ দিন।  

ইউএনও সাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন মানিক বেপারী। স্থানীয়রা বিষয়টি মৎস্য দপ্তর ও পুলিশকে অবহিত করে। পুলিশ এসে ২০ কেজি ইলিশসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে। সাজা পরোয়ানায় বিক্রেতাকে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।