ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সন্ত্রাসী ‘পাগলা হামিদ’ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ফতুল্লায় সন্ত্রাসী ‘পাগলা হামিদ’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে ‘পাগলা হামিদ’কে (৪৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে ফতুল্লার এনায়েতনগরস্থ চাঁদনী হাউজিং থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে ফতুল্লা মুসলিম নগর এলাকার চাঁদনী হাউজিংয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলাসহ অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগর এলাকার চাঁদনী হাউজিংয়ের গফুর প্রধানের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।