ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশালে ৩ দিনে ৩২৫ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশালে ৩ দিনে ৩২৫ অভিযান

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত তিন দিনে সাত জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৯৩ হাজার টাকা।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩২৫টি অভিযান চালানো হয়েছে এবং ১০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আর বরিশাল বিভাগে ৭১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৩৬ বার বিভিন্ন মাছঘাট, ৯৮৫ বার বিভিন্ন আড়ত ও ৫৭৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত দুই দিনের অভিযানে ৯৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর সঙ্গে এক কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার পাঁচ লাখ পাঁচ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আর নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে ৩৭ হাজার ৫০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

নিষেধাজ্ঞার এ সময়ে বরিশাল বিভাগের ছয় জেলার তিন হাজার ১৯ হাজার ৮৩০ জেলের মধ্যে সাত হাজার ৯৯৬ টন চাল বিতরণ করা হবে। এসব চাল বিতরণে পরিবহন ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ৯৩৭ টাকা।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।