ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আল-আমিন সরকার

কুমিল্লা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল-আমিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।

 

গ্রেপ্তার আল-আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

বুধবার (১৬ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আল-আমিন নিজেকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের নাতি হিসেবে পরিচয় দিতেন জানা গেছে।

গত ০৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আহত হয় অন্তত ৩০ জন। হামলার সময় তৎকালীন সরকার দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।