ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে ডিম-মুরগির দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
জামালপুরে ডিম-মুরগির দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা 

জামালপুর: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জামালপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।  

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জেলার সদর উপজেলার নান্দিনা বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়।

 

অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। এছাড়াও ডিম, ব্রয়লার মুরগির দাম মনিটরিং করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক ৫টি ডিম ও ব্রয়লার মুরগির দোকানিকে ২ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সবাইকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে ডিম বিক্রি ও ক্রয় বিক্রয়কালে পাকা রশিদ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

এসময় টাস্কফোর্স কমিটির সদস্য জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।