ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩১, ১৭ অক্টোবর ২০২৪, ১৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই কোটি টাকার মোবাইল সেট ফেলে পালিয়েছে চোরাকারবারিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
দুই কোটি টাকার মোবাইল সেট ফেলে পালিয়েছে চোরাকারবারিরা

কুমিল্লা: সীমান্তে পাওয়া গেল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বেশ কিছু মোবাইল সেট। মোবাইল সেটগুলো জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

 

কারা, কেন ফেলে গেছে এসব মোবাইল তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবি ভয়েই ফেলে গেছে চোরাকারবারিরা। মোবাইল সেটগুলোর মোট বর্তমান বাজারমূল্য দুই কোটির বেশি টাকার বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ এলাকা থেকে এসব মোবাইল সেট উদ্ধার করা হয়।  

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভোরে বিজিবি কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠে অভিযান চালায়। এসময় অবৈধ মোবাইল সেট ভর্তি কার্টনগুলো জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে আনার পর বিজিবি আসার খবরে সেগুলো রেখে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড ফোন জব্দ করে। মোবাইল ফোনের আনুমানিক মূল্য দুই কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।