ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আড়াইহাজারে মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কামরুজ্জামান ভুইয়া ওরফে মুকুল (৫১) নামে এক মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাঁও গ্রামে অভিযানের মাধ্যমে মাদক বিক্রির সময় হাতে-নাতে পেয়ে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত মাদক কারবারি মুকুল ওই গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম জানান, মুকুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। আগেও একাধিকবার সে গ্রেপ্তার হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। ঘটনার দিন গোপনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে বিজয় নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মাদক বিক্রি ও সেবন হাতে-নাতে পেয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিবসহ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।