ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্ত পরিবেশে এবারের বইমেলা হচ্ছে: আবুল কাসেম ফজলুল হক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
মুক্ত পরিবেশে এবারের বইমেলা হচ্ছে: আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। 

বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে: চব্বিশে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।  

তিনি বলেন, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই অমোঘ বুকে ধারণ করে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের ব্যানারে ১৯২৬ সালে সূচিত হয়েছিল বুদ্ধির মুক্তি আন্দোলন।

এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষের মাহেন্দ্রক্ষণে। আমরা আশা করি, এই আন্দোলনের শতবর্ষ উপলক্ষে এবং পরবর্তীকালের ঘটনাবলির প্রেক্ষাপটে নতুন চিন্তা-চেতনা ও কর্মধারা দেখা যাবে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বইমেলা উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রকাশক প্রতিনিধি রেজাউল করিম বাদশা, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক ও গুণিজনরা উপস্থিত ছিলেন।

আবুল কাসেম ফজলুল হক বলেন, অমর একুশে বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচায়ক। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। একটি জাতির জীবনে এমন সুযোগ বারবার আসে না। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তরুণদের সাথে নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে আমাদের অবশ্যই জয়যুক্ত হতে হবে।  

অধ্যাপক আজম বলেন, ভাষা আন্দোলনে মুক্তির যে বার্তা ঘোষিত হয়েছিল, একাত্তরের মুক্তিযুদ্ধে তার পরিণতি অর্জিত হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের সেই মুক্তির পথে এক বিরাট মাইলফলক। বাংলাদেশ রাষ্ট্রকে মুক্তির পথে পরিচালিত করার এক বিরাট সুযোগ আজ তৈরি হয়েছে।  

তিনি বলেন, এবারের বইমেলা হতে যাচ্ছে এই বড় সুযোগের পটভূমিতে। আমরা বইমেলাকে গণমানুষের সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে অন্তর্ভুক্তিমূলক করতে চেয়েছি। চেয়েছি, মানুষ বইয়ের আবহে মুক্তির বার্তা আর রাষ্ট্রীয় পুনর্গঠনের আকুতি উদযাপন করবে। আশা করি, আমাদের চাওয়া বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।