ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ জলসীমায় ইলিশ ধরায় ৪৮ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
বাংলাদেশ জলসীমায় ইলিশ ধরায় ৪৮ ভারতীয় জেলে আটক

বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তিন ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনীর টহল দল।

 

এদিন রাতেই ট্রলারে পাওয়া ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়।

নৌবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। টহলরত নৌবাহিনীর সদস্যরা ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে বাংলাদেশ সমুদ্রসীমাতেই আটক করে। বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনীর দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে তিন লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে শুক্রবার সকালে ট্রলার ও আটক জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন রক্ষায় নদীতে ডিম ছাড়ার সুযোগ করে দিতে ১২ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা ও দেশের নদীগুলোতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।