ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
হোসেনপুরে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে নুর ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুর ইসলাম উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। তিনি গরু কেনা-বেচা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গরু নিয়ে পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজারে যাচ্ছিলেন নুর ইসলামসহ আরও কয়েকজন। পথে উপজেলার হোসেনপুর-নান্দাইল সড়কের মধ্য গোবিন্দপুর এলাকার মুছার বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন নুর ইসলামসহ অন্যরা। পরে গুরুতর আহত নুর ইসলামসহ দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।

হো‌সেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হো‌সেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।