ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা মানুষকে ঘৃণা করতেন: ওহাব মিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
শেখ হাসিনা মানুষকে ঘৃণা করতেন: ওহাব মিনার

লক্ষ্মীপুর: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার কথা ছিল? যার ডাকে দেশ স্বাধীন হয়েছে, তার মেয়ে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? যে আকাম-কুকাম এতো বেশি করেছে, না পালাইলে তাকে ধরে আগুনে পুড়িয়ে ছাই করে, তারপরে ওই ছাই বিক্রি হতো।


এক চিমটি ছাই কেনা হতো লাখ লাখ টাকা দিয়ে। শেখ হাসিনার মৃত্যুর ছাই স্মৃতি হিসেবে রেখে দিত সবাই। মানুষের মনে তার জন্য এতো ঘৃণা প্রকাশ পেয়েছে। কারণ তিনি মানুষকে ঘৃণা করতেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরে রোজ গার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবি পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, বিচারহীনতা, কোর্টের বিচার হওয়ার আগেই লোকজন জানে রায় কি হবে। খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকার জন্য আটকে রাখা ছিল অন্যায় ও অবিচার। স্বাধীনতার আগেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক স্বীকৃতি ঘোষণা করা হয়। কিন্তু স্বাধীনতার পরে তা ওলট-পালট হয়ে গেছে। যোগ হয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। কিন্তু স্বাধীনতার আগে এসব ছিল না।  

আবদুল ওহাব আরও বলেন, শেখ হাসিনা মানুষকে তুচ্ছ জ্ঞান করতেন। টুপ করে ফেলে দেবেন, চুবাবেন। কি সব নোংরা কথাবার্তা তার। ১০টা হুন্ডা, ২০টা গুণ্ডা নির্বাচন ঠান্ডা। একজন প্রধানমন্ত্রী কি এভাবে কথা বলতে পারেন? কাজের বুয়াও তো এমন নোংরা কথা বলেন না। তিনি স্বাচ্ছন্দ্যে বলেছেন তার পিয়নের কাছে নাকি ৪০০ কোটি টাকা আছে। তাহলে মালিকের কাছে ৪ হাজার বিলিয়ন টাকা থাকতে পারে। এতো টাকা তারা পেলেন কোথায়? দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশ ও মানুষকে পরিচালনা করবেন, তাকে আমরা ভালো মানুষ হিসেবে দেখতে চাই। সৎ মানুষ দেখতে চাই।  

জেলা এবি পার্টির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২০ জন নতুন সদস্য দলটিতে যোগদান করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, জেলা এবি পার্টির সদস্য সচিব চৌধুরী এম এ সাকিব, যুগ্ম-সদস্য সচিব ইমরান হোসেন রাকিব ও যুগ্ম-আহ্বায়ক ডা. ফখরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।