ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ইলিশ ধরার অপরাধে ৯ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
শরীয়তপুরে ইলিশ ধরার অপরাধে ৯ জেলের কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

এ সময় জেলেদের কাছে থাকা মাছ দরার দুটি নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ডা দেন ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।