ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুর-কুড়িগ্রাম রেলপথে রমনা লোকাল ট্রেন চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
পার্বতীপুর-কুড়িগ্রাম রেলপথে রমনা লোকাল ট্রেন চালু

নীলফামারী: কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন রমনা লোকাল ট্রেন। করোনার কারণে ২০২০ সাল থেকে দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকা রমনা ট্রেনটি আবার চালু হওয়ায় এ জনপদে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে বলে জানান স্টেশন মাস্টার বাবলু মিয়া।

জানা গেছে, করোনাকালে ২০২০ সালের ১ মার্চ কুড়িগ্রাম থেকে রমনা মেইল ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসেনি। ইঞ্জিন স্বল্পতা, জনবল কম ও করোনা ছড়ানোসহ বিভিন্ন কারণে সারা দেশে ট্রেন বন্ধ হওয়ার সময় রমনা মেইল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রামের চিলমারী রমনা স্টেশনে পৌঁছে সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে। ট্রেনটি পৌঁছার পর স্থানীয়দের মাঝে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়। পরে ১টা ৪০ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়।
ট্রেনের যাত্রী মো. আব্দুল বাতেন বলেন, দীর্ঘ সাড়ে চার বছর পর রমনা মেইল ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুবই উপকার হলো। ব্যবসা ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে না।

পার্বতীপুর স্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী বলেন, ৪২২ রমনা লোকাল ট্রেন‌টি পার্বতীপুর স্টেশন থেকে সকাল ৭টায় ছে‌ড়ে রমনা স্টেশন পৌঁছাবে বেলা ১১টা ৪০ মি‌নি‌টে। অন‌্যদি‌কে ৪১৫ নম্বর ট্রেন‌টি দুপুর ১২টায় রমনা স্টেশন থে‌কে রওনা হ‌য়ে বি‌কেল ৩টা ১৫ মিনি‌টে রংপুর স্টেশন পৌঁছাবে। ৪১৬ নম্বর ট্রেন‌টি ৩টা ৪০ মি‌নি‌টে রংপুর থে‌কে বি‌কেল ৫টায় কু‌ড়িগ্রাম পৌঁছাবে। প‌রে ৫টা ২০ মিনি‌টে ৪২১ নম্বর ট্রেন‌টি কু‌ড়িগ্রাম থে‌কে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দে‌বে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রমনা-পার্বতীপুর রুটে চলাচল শুরু হলো। এখনো রাস্তা সংস্কারের কাজ চলছে। এছাড়া রমনা নতুন স্টেশন বিল্ডিং, শেড, থাকার রুমসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।