ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ৩৩ লাখ ডলার সহায়তা দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
রোহিঙ্গাদের ৩৩ লাখ ডলার সহায়তা দেবে জাপান

ঢাকা: রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের ক্ষমতায়নে তিন দশমিক তিন মিলিয়ন (৩৩ লাখ) ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।

 

সহায়তা দিতে মঙ্গলবার (২২ অক্টোবর) জাপান ও ইউএনএফপিএর মধ্যে একটি চুক্তি হয়েছে।

ঢাকার জাপান দূতাবাস জানায়, ইউএনএফপিএ ও জাপান সরকার রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি বাংলাদেশে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নে এক যুগান্তকারী অংশীদারত্ব ঘোষণা করেছে।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট সাত বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী একটি সুরক্ষা সংকট, যা উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের জীবন, নিরাপত্তা ও মঙ্গলকে প্রভাবিত করে।

জাপান সরকার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ  শক্তিশালী করার জন্য ইউএনএফপিএর প্রচেষ্টাকে সমর্থন করছে। এ লক্ষ্যে তিন দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত নারী ও মেয়ে এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য এ প্রকল্প বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর, ২২,  ২০২৪  
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।