ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ২০ ড্রেজার মেশিন ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ২০ ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড়, তীরবর্তী ফসলি জমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে শ্যালো ইঞ্জিন চালিত ২০টি মিনি ড্রেজার মেশিন ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে, জব্দ করা হয়েছে বালু তোলার একটি এক্সকাভেটর।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, চেল্লাখালী নদীর পাড়ের বুরুঙ্গা ও বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় বেশ কিছুদিন ধরে আবাদি জমি, বসতভিটার পাশের জমি কেটে বালু তুলে মোটা অংকের টাকায় বিক্রি করা হচ্ছে। বনবিভাগের জায়গা ও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি থেকেও চলছে অবাধে বালু উত্তোলন। এতে তৈরি হচ্ছে গভীর গর্ত। এছাড়া নদীর তীর ভেঙে হুমকির মুখে পড়ছে বসতভিটা ও ফসলি জমি। নদীর নাব্যতা নষ্ট ছাড়াও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, পরিবেশের স্বার্থে  এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।