ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র হত্যার আসামিসহ আদালতে ২০

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ছাত্র হত্যার আসামিসহ আদালতে ২০

ঢাকা: সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের মামলার আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০ জনতে আদালতে তুলেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রিজন ভ্যানে করে আশুলিয়া থানা থেকে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।

আসামিরা হলো- আশুলিয়ার আড়াগাঁও এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার পাঁচকলিয়া গ্রামের এইজ উদ্দিন মুন্নার ছেলে মো. রবিউল ইসলাম (৩২), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পীরেরগাঁও গ্রামের আমির আলীর ছেলে শাকিল মিয়া (২৫), আশুলিয়ার বলিভদ্র বাজারের ছনটেকী এলাকার আব্দুর রহমানের মেয়ে তানিয়া আক্তার হ্যাপি (২৫), ঢাকার ধামরাইয়ের আনন্দ নগর এলাকার এনামুল খানের ছেলে আমান উল্লাহ রাশেদ খান দিপু (৩০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার লটিয়ারপাল গ্রামের আবুল কাশেমের ছেলে আমিরুল ইসলাম (২৪), চুয়াডাঙ্গা জেলার সদরের দৌলতদিয়া গ্রামের মো. জামান আলীর ছেলে মো. আল ইমরান নাফিস (২৫), আশুলিয়ার জামগড়া এলাকার বকুল ভুইয়ার ছেলে মো. রনি ভূইয়া (৩০), হামিদুল হাসান ওরফে পাপেল (৩৮), মো. মাসুম মোল্লা (২২), মো. রাকিব সরকার ওরফে মুকুল (২২), মো. রাকিব হোসেন (২৬), জাহিদ হাসান (২৫), মহিদুল ইসলাম (২৮), মো. জাকির হোসেন (২৭), মো. মানিক মিয়া (৩৪), মো. গোলাম রব্বানী (৩৪), আরিফুল ইসলাম (২৬), সজিব আহম্মেদ (২২) ও সজিব (২০)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকজন ছাত্র হত্যা মামলার আসামিসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, যৌথ বাহিনী, র‍্যাব ও পুলিশের অভিযানে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।