ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সাভারে গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক ঢামেকে

ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মোরশেদা বেগম (৩৫) ও চম্পা খাতুন (২৫)।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নিট ফ্যাশন কোম্পানি নামে একটি পোশাক কারখানার সামনে তারা গুলিবিদ্ধ হন। সহ-আন্দোলনকারীদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালায়।

শ্রমিকেরা জানান, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে বিপাকে পড়েন কয়েক হাজার কর্মচারী। কর্মহীন হয়ে পড়েন তারা। তিন দিন ধরে ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানার কর্মচারীর আন্দোলন করছিলেন।  

তারা বলেন, গত তিন মাসের বেতন ভাতা পরিশোধের দাবি জানানো হচ্ছিল। তবে কেউ তাতে সাড়া দিচ্ছিলেন না। সকালে যথারীতি আন্দোলনে নামেন তারা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর শটগানের গুলি চালায়। আহত হন তিনজন। তাদের মধ্যে দুজনকে ঢাকায় নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে চম্পার অবস্থা গুরুতর।

আহত মোরশেদা কারখানাটিতে প্রিন্ট অপারেটর, আর চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করেন। তাদের দুজনের বাড়িই রংপুরের পীরগঞ্জ উপজেলায়।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।