ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
রাজধানীতে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ অর্থসহ সোহেল (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত আড়াইটার দিকে হাজারীবাগ থানার সিটি কলোনি (গনকটুলি) রাম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

হাজারীবাগ থানা সূত্র জানায়, হাজারীবাগের সিটি কলোনি (গনকটুলি) রাম মন্দিরের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা বেচার উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। বিষয়টি টের পেয়ে মাদককারবারিরা কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ঘটনাস্থল থেকে সোহেলকে আটক করা হয়। এ সময় সোহেলের বসতঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ছয়টি প্যাকেটে মোট নয় কেজি গাঁজা ও স্টিলের আলমারির ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।