ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে গরু ব্যবসায়ীদের মারধর, ৫ গরুসহ নগদ টাকা লুট

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সাভারে গরু ব্যবসায়ীদের মারধর, ৫ গরুসহ নগদ টাকা লুট

সাভার, (ঢাকা): ঢাকার সাভারে চালক ও গরু ব্যবসায়ীদের মারধর করে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপভ্যানচালক ও সহযোগীকে মারধর করে পাঁচটি গরুসহ নগদ টাকা লুট করেছে ডাকাতরা।

 

এ ব্যাপারে সাভার মডেল থানায় বুধবার (২৩ অক্টোবর) রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পিকআপচালক খাইরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের মারধরে পিকআপচালক ও সহযোগী আহত হয়েছেন।  

ডাকাতদের মারধরে আহতরা হলেন, পিকআপচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাইরুল ইসলাম (৫১), হেলপার কাজল (২৪), গরু ব্যবসায়ী শহীদুল ইসলাম (৪২) ও খোরশেদ আলম (৫২)।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার নিজস্ব পিকআপ (ঢাকা মেট্রো- ন-১২-৭৩০০) চালিয়ে পাঁচটি গরু নিয়ে ব্যবসায়ী শহীদুল ও খোরশেদ আলমসহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই। পরে বুধবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় পৌঁছলে একটি পিকআপ আমাদের গরুবাহী পিকআপের গতিরোধ করে ব্যারিকেড দেয়। এ সময় ১০-১৫ জনের ডাকাত আমার হেলপার ও দুই গরু ব্যবসায়ীসহ আমাকে পিকআপ থেকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে। পরে আমাদের চারজনেরই চোখমুখ ও হাত-পা বেঁধে আমার কাছে থাকা৭ হাজার ও গরু ব্যবসায়ী খোরশেদের নগদ সাড়ে ১৪ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর আমাদের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কেরানীগঞ্জ এলাকায় ফেলে রেখে পাঁচ লক্ষাধিক টাকার গরু এবং ২২ লাখ টাকার পিকআপ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

সাভার মাডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, একটা গরু ডাকাতির ঘটনা আছে। আমার টহল ডিউটি ছিল। আমি আজ দুপুর ১২টায় গিয়েছিলাম ঘটনাস্থলে। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিপিএটিসির সামনে গতিরোধকের ওপরে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।