ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় দুই প্রাইভেটকারের মাঝে পড়ে বাইকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ঢাকায় দুই প্রাইভেটকারের মাঝে পড়ে বাইকার নিহত দুর্ঘটনাকবলিত বাইক

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় চন্দ্রিমা উদ্যান ব্রিজের সামনের রাস্তায় দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে আব্দুর রহমান (৩৫) নামে এক বাইকার নিহত হয়েছেন।  

এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

তবে তাদের  মধ্যে এক আরোহীকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুর রহমান আদাবর শেখেরটেক এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে বাইকার আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। বাইক আরোহী একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এছাড়া এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।