ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র-ছুরি-টাকাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র-ছুরি-টাকাসহ নারী আটক আটক রুপা খাতুন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র, ভিসা, ছুরি, বটি, টাকাসহ রুপা খাতুন নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আলোচিত এই নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ও পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে।

আটক রুপা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে।  

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপাকে আটক করে। সে সময় রুপার বাড়ি থেকে একটি রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, তিনটি মোবাইলফোন, দুটি দেশীয় অস্ত্র (কিরিচ), একটি হুক্কা ও ছয়টি মদের খালি বোতল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামি ও জব্দ মালামাল চুয়াডাঙ্গা সদর থানায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, এ ঘটনায় রুপার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।