ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছাল ‘বিশেষ ট্রেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছাল ‘বিশেষ ট্রেন’ ফাইল ফটো

কক্সবাজার: ঢাকা থেকে পর্যটকসহ ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে ‘বিশেষ ট্রেন’। পর্যটন শহরে যাত্রী চাহিদা বাড়ায় ঢাকা-কক্সবাজার রেলপথে আবারও ‘বিশেষ ট্রেন’ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌঁছায়।  

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এ ট্রেনটি চলবে। যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ চলাচলের সিদ্ধান্ত নেয়।

ট্রেনটি ঢাকা থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টায় ছেড়ে শুক্রবার সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছেছে।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে ‘বিশেষ ট্রেন-২’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। একদিন বিরতির পর আগামী ২৬ অক্টোবর ‘বিশেষ ট্রেন-১’ রাত ১১টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ‘বিশেষ ট্রেন-২’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০টায় ।

এর আগে এ রুটে কয়েক দফায় বিশেষ ট্রেন চালু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। অবশ্যই গত বছরের নভেম্বর মাস থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ চালুর পর থেকে এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।